নববর্ষে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা শরিফুল ইসলাম
শরিফুল ইসলাম
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শরিফুল ইসলাম। এক বিবৃতিতে তিনি বলেন, “নতুন বছর হোক আশা, ঐক্য আর গণতন্ত্র পুনরুদ্ধারের পথচলার অনুপ্রেরণা।”
ছাত্রদলের এই উদীয়মান নেতা আরও বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতি ও চেতনার প্রতীক। এই দিনে আমরা কেবল উৎসবই নয়, সংগ্রামের নতুন প্রতিশ্রুতিও গ্রহণ করি। তারেক রহমানের নেতৃত্বে একটি মুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমরা রাজপথে আছি এবং থাকব।”
শরিফুল ইসলাম নিজেকে পরিচয় দেন “তারেক জিয়ার সৈনিক” হিসেবে। তিনি বলেন, “আমি আদর্শিক ছাত্র রাজনীতিতে বিশ্বাস করি। রাজপথই আমাদের শক্তির উৎস। অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোই ছাত্রদলের পরিচয়। আমরা কখনও আপস করিনি, করবও না।”
তিনি আরও বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীই গণতন্ত্র, ন্যায় এবং স্বাধীন চিন্তার পক্ষে। ছাত্রদল সেই চেতনার ধারক ও বাহক। নববর্ষ ১৪৩২ আমাদের সেই পথচলায় নতুন গতির সঞ্চার করুক।”
শরিফুল ইসলাম ছাত্রসমাজকে আহ্বান জানান, তারা যেন দলমত নির্বিশেষে সত্য ও ন্যায়ের পক্ষে থাকে। “ছাত্রদল কেবল একটি সংগঠন নয়, এটি একটি আন্দোলনের নাম, একটি ইতিহাসের ধারাবাহিকতা,” — বলেন তিনি।
পরিশেষে, তিনি দেশবাসীকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানান এবং সকলকে ঐক্যবদ্ধভাবে জাতির কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।
