আরাকান সশস্ত্র বাহিনীর হাতে বাংলাদেশি যুবক নিখোঁজ, সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে মফিজুর রহমান নামে একজন বাংলাদেশি যুবক অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে সীমান্তবর্তী এলাকাগুলোতে দেখা দিয়েছে চরম উদ্বেগ ও উত্তেজনা।
জানা যায়, গত ১০ এপ্রিল (সোমবার) সকালে নিজ এলাকায় কাঠ সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন মফিজুর। তার পরিবার এবং স্থানীয়দের দাবি, মিয়ানমার সীমান্তসংলগ্ন একটি বাগান থেকে তাকে ধরে নিয়ে যায় সশস্ত্র আরাকান বাহিনী।
নিখোঁজ যুবক মফিজুর রহমান বান্দরবানের সদর ইউনিয়নের ফুলতলী ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত পেঠান বলীর সন্তান। তিনি পেশায় একজন দিনমজুর এবং কাঠুরের কাজ করতেন।
তার মা নুরজাহান বেগম জানান, “সকালবেলা নিজের বাগানে কাঠ কাটতে যাওয়ার আগে আমাকে সালাম করে বের হয়েছিল মফিজ। এরপর থেকেই সে নিখোঁজ।”
এ ঘটনার প্রতিবাদে সীমান্ত এলাকার একটি বিদ্যালয়ে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ সমাবেশ করেন। তারা সীমান্ত বন্ধের দাবি জানিয়ে দ্রুত মফিজুরের মুক্তির আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম আবু তাহের ও জসিম উদ্দিন বলেন, “মফিজ শান্ত স্বভাবের মানুষ, কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। এমন একজন নিরীহ যুবককে তুলে নেওয়ার ঘটনায় তিনটি গ্রামে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে।”
ঘটনার বিষয়ে বিজিবি-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কপিল উদ্দিন কায়েস বলেন, “ঘটনা জানার পর থেকেই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। যেহেতু এটি আন্তঃসীমান্ত বিষয়, তাই সময় লাগছে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাকে ফেরত আনার।”
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত মন্তব্য করা সঠিক হবে না। তবে ভুক্তভোগীর পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।”
