টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে আইসিটির সহায়তা নেবে দুদক
বাংলাদেশে ফিরে আনার বিষয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আদালতের নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে দুদক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির মহাপরিচালক আক্তার হোসেন এ কথা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে মামলা করেছে দুদক। অভিযোগে বলা হয়, রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট ঘুষ হিসেবে নিয়েছেন তিনি।
মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত কার্যালয়ে উপ-পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এই মামলায় টিউলিপ ছাড়াও আরও দুই জনকে আসামি করা হয়েছে—রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশারফ হোসেন।
এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা যোগসাজশে বিনা মূল্যে ফ্ল্যাট দখলে নেন এবং পরে তা রেজিস্ট্রির মাধ্যমে নিজেদের নামে করে নেন।
তাদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে।
দুদক জানায়, বিষয়টি অনুসন্ধানে সাত সদস্যের একটি তদন্ত দল কাজ করেছে।
এর আগে পূর্বাচলে প্লট বরাদ্দ সংক্রান্ত আরেক মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্যসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

