বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন অবশ্যই করতেই হবে: প্রধান উপদেষ্টা

 

বিডিআর হত্যাকাণ্ড করতে হবে

বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে গঠিত তদন্ত কমিশনের কাজ অবশ্যই সফল হতে হবে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৬ এপ্রিল) তদন্ত কমিশনের সঙ্গে বৈঠককালে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে তদন্তের অগ্রগতি নিয়ে কমিশনের পক্ষ থেকে উপদেষ্টাকে অবহিত করা হয়।


ড. ইউনূস বলেন, “নিজ বাহিনীর অফিসারদের ভয়াবহভাবে হত্যা করা হয়েছিল। এই ঘটনাটি অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটানো হয়। এখন সময় এসেছে এর প্রকৃত কারণ উদঘাটনের।”


তিনি আরও বলেন, “এই তদন্তকে সফল করতেই হবে, কারণ সমগ্র জাতি কমিশনের দিকেই তাকিয়ে রয়েছে।”
কমিশনের কাজে সরকার সর্বাত্মক সহায়তা করবে বলেও তিনি আশ্বাস দেন।


কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান জানান, তদন্তের জন্য বিভিন্ন মহলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তিনি বলেন, “ঘটনাটি অনেক বছর আগের হওয়ায় তথ্য সংগ্রহে কিছুটা বিলম্ব হচ্ছে।”


তিনি জানান, অভিযুক্তদের অনেকেই এখন দেশের বাইরে অবস্থান করছেন, তাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হচ্ছে।
জেনারেল আলম জানান, ইতিমধ্যে কারাবন্দি কয়েকজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।


এছাড়া যাদের সঙ্গে যোগাযোগ প্রয়োজন, এমন ২৩ জন বর্তমানে বিদেশে অবস্থান করছেন। এদের মধ্যে ৮ জন সাক্ষাৎকার দিতে আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, “আমরা নির্যাতনের ধরণ ও হত্যার পদ্ধতির বিশ্লেষণ করছি। তৎকালীন মহাপরিচালককে প্রথমে হত্যা করার পর অন্যদেরকে হত্যা করা হয়। এটি একটি সুচিন্তিত পরিকল্পনার অংশ ছিল।”
কমিশনের আরেক সদস্য মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, “এমন ভয়াবহ হত্যাযজ্ঞের পরও কোনো কর্মকর্তা বা কর্মচারীকে দায়ী করা হয়নি, যা গোয়েন্দা বিভাগ, সেনাবাহিনী এবং রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার প্রতিচ্ছবি।”


বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ড. এম আকবর আলী, মো. শরীফুল ইসলাম, শাহনেওয়াজ খান চন্দন এবং এ টি কে এম ইকবাল হোসেন।


Next Post Previous Post