ভাত খেতে ৪শ কিলোমিটার পাড়ি, মান্নার সঙ্গে স্মৃতিচারণায় জাহিদ হাসান

 



একসময় ঢালিউডে চিত্রনায়ক মান্নার সিনেমা মানেই ছিল হলভর্তি দর্শক এবং সফল ব্যবসা। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেও, মৃত্যুর ১৭ বছর পরও তাঁর জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। প্রয়াত এই নায়ককে নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে স্মৃতিচারণা করেছেন অভিনেতা জাহিদ হাসান। তিনি মান্নার সঙ্গে তাঁর হলিউড ও লন্ডন সফরের স্মৃতি রোমন্থন করেন।

জাহিদ হাসান জানান, একবার মান্নার সঙ্গে তিনি লন্ডন সফরে গিয়েছিলেন। সেখানে ভাত খাওয়ার জন্য মান্না তাকে নিয়ে পাড়ি দিয়েছিলেন চারশ কিলোমিটার রাস্তা!

'একটা প্রাণোচ্ছল মানুষ ছিলেন মান্না ভাই'

জাহিদ হাসান সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, “মান্না ভাইয়ের সঙ্গে একবার লন্ডনে সফর করছি। রাতে আমাকে বললেন, ‘ভাইজান, তুমি এসো।’ যাওয়ার পর জানতে পারি তিনি ভাত খেতে চাচ্ছেন, মাছ দিয়ে ভাত। মাত্র তিন-চার দিন হলো আমরা গেছি, বার্গার ও অন্যান্য ফাস্ট ফুডেই চলছিল আমাদের। তো তাঁর ভাত খেতে খুব ইচ্ছা করছে। তারপর বললেন, ‘এই যে এখানে।’ এ কথা বলে সেখান থেকে আমরা চারশ কিলোমিটার দূরে গেলাম ভাত খেতে! আমি তাঁকে বললাম, ‘মান্না ভাই এটা কোনো কথা? ভাত খাওয়ার জন্য আপনার এমন করতে হবে? পাঁচ দিন ভাত না খেলে কী হয়?’ উনি তখন বলেন, ‘বুঝ না, ভাত খাব তো।’ এই হলো মান্না ভাই, একটা প্রাণোচ্ছল মানুষ।”

মান্নার সঙ্গে হলিউডেও গিয়েছিলেন জাহিদ হাসান। সেই ভ্রমণের স্মৃতিও তুলে ধরে তিনি বলেন, “কালা মিউজিক অ্যাওয়ার্ডের সময় মান্না ভাইয়ের সঙ্গে হলিউড সফর করেছিলাম। সেখানকার একেকটা টিকিটের দাম অনেক টাকা। সেই টিকিটটা মান্না ভাই কেটে দিয়েছিলেন।

জাহিদ হাসান জানান, মান্না ছিল তাঁর কাছে বাংলাদেশের জেমস বন্ড। এ কথা প্রয়াত নায়ককেও তিনি বলেছিলেন। জাহিদ হাসান বলেন, “একটা অনুষ্ঠানের উপস্থাপনা করছিলাম। তখন মান্না ভাইকে নিয়ে বলেছিলাম, ‘বাংলাদেশের পিয়ার্স ব্রসনান।’ তাঁকে দেখে জেমস বন্ড মনে হয়েছে আমার কাছে। আমি কথাটা তাঁকেও বলেছিলাম।”

সবশেষে জাহিদ হাসান বলেন, “আমাদের দেশের শিল্পীদের বড় করতে আমার ভালো লাগে। আমি ছোট করব কেন? আমি বোঝাতে পারছি?


Next Post Previous Post