চীন-পাকিস্তান-বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের জন্য হুমকি: জেনারেল অনিল চৌহান

 ভারতের সেনা সর্বাধিনায়ক (চিফ অব ডিফেন্স স্টাফ) সেনাপ্রধান অনিল চৌহান

ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক (CDS) জেনারেল অনিল চৌহান সতর্ক করেছেন, চীন, পাকিস্তান ও বাংলাদেশ নিজেদের স্বার্থে পরস্পরের প্রতি ঝুঁকছে, যা ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।

গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ORF) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “ভারত মহাসাগরীয় অঞ্চলের কিছু দেশ বর্তমানে অর্থনৈতিক সংকটে রয়েছে, যা বহিরাগত শক্তির প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে। চীন ‘ঋণ-কূটনীতির’ মাধ্যমে এই প্রভাব বাড়াচ্ছে এবং এটি ভারতের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।”

চীন-পাকিস্তান-বাংলাদেশের ত্রিমুখী ঘনিষ্ঠতা

জেনারেল চৌহান বলেন, সম্প্রতি চীন, পাকিস্তান ও বাংলাদেশের কর্মকর্তারা একই সম্মেলনে অংশ নিয়েছেন, এবং এ থেকে বোঝা যায়, তিনটি দেশ আন্তরিকভাবে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। তাঁর মতে, এই কৌশলগত নৈকট্য ভারতের ভূরাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, “রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে সরকার পরিবর্তন ও আদর্শচ্যুতি, ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে আরও অনিশ্চিত করে তুলছে, যা ভারতের জন্য উদ্বেগের বিষয়।”

জেনারেল চৌহান স্পষ্ট করে না বললেও ইঙ্গিত দেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদল, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং তাঁর ভারতে আশ্রয় গ্রহণ—এগুলোর ফলে ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

চীন-পাকিস্তান সামরিক সহযোগিতা

পাকিস্তান-ভারত সাম্প্রতিক সংঘাতের সময় চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে, জেনারেল চৌহান বলেন, চীন কীভাবে বা কতটা পাকিস্তানকে সহায়তা করেছে, তা নির্ভুলভাবে বলা কঠিন। তবে তিনি স্বীকার করেন, পাকিস্তানের অধিকাংশ প্রতিরক্ষা সরঞ্জাম চীনের সরবরাহকৃত

অন্যদিকে, ভারতের উপসেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেন, ওই সংঘাতে চীন শুধু সহায়তা নয়, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিকে তাদের অস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করেছে। তাঁর মতে, পাকিস্তান যে অস্ত্রগুলো ব্যবহার করেছে, তার ৮১ শতাংশই চীনের তৈরি, এবং চীন বাস্তব যুদ্ধক্ষেত্রে এই অস্ত্রগুলোর কার্যকারিতা যাচাই করেছে।

Next Post Previous Post