করোনাভাইরাসে আরও দুইজনের মৃত্যু, নতুন শনাক্ত ৭ জন

 



গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও সাতজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মৃতদের একজন পুরুষ এবং একজন নারী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৭ জুন) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মোট ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩.০৮৭ শতাংশ।

চলতি বছর এখন পর্যন্ত দেশে করোনায় মোট ২২ জনের মৃত্যু হয়েছে এবং ৫৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

Next Post Previous Post