আড্ডা দিতে এসে বান্দুরার সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির গ্রেপ্তার

 



ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) গভীর রাতে উপজেলার বান্দুরা এলাকার একটি বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দুরার একটি খ্রিষ্টান পরিবারের বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ। সেখানে কয়েকজন ব্যক্তি আড্ডা দিচ্ছিলেন। উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে হুমায়ুন কবিরকে সনাক্ত করে আটক করা হয়।

পরবর্তীতে থানা নিয়ে গিয়ে তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য যাচাই করে পুলিশ। জানা যায়, জুলাই ও আগস্ট মাসে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, হুমায়ুন কবিরের বিরুদ্ধে থাকা মামলাগুলোর ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।



Next Post Previous Post