লাশ আটকে স্ত্রী-সন্তানদের সম্পত্তির ভাগবাঁটোয়ারা, ২৪ ঘণ্টা পর দাফন
সম্পত্তি বিরোধে লাশ দাফনে বিলম্ব, ২৪ ঘণ্টা পর সমাধান
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বড় মরাপাগলা গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের কারণে প্রায় ২৪ ঘণ্টা আটকে ছিল মাজেদ বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির মরদেহ। অবশেষে স্থানীয় সালিশে মীমাংসার পর সোমবার সন্ধ্যায় তার দাফন সম্পন্ন হয়।
জানা গেছে, মাজেদ বিশ্বাসের প্রথম স্ত্রীর সন্তানদের সঙ্গে দ্বিতীয় স্ত্রী হামফুল বেগমের বিরোধ ছিল সম্পত্তি বণ্টন নিয়ে। অভিযোগ রয়েছে, দুই ছেলে—যারা পুলিশে কর্মরত—পিতার অসুস্থতার সময় সম্পত্তি নিজেদের নামে লিখে নেন। এ নিয়ে দ্বিতীয় স্ত্রী ও সৎ সন্তানদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়।
রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মাজেদ। পরদিন মরদেহ বাড়িতে নেওয়া হলে দাফনে বাধা দেয় হামফুল বেগম ও স্থানীয়রা। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে দুই দফা গ্রাম্য সালিশে ওঠে। পরে ৩০০ টাকার স্ট্যাম্পে সম্পত্তি সবার মধ্যে ভাগ করার সিদ্ধান্ত হলে দাফনের অনুমতি দেওয়া হয়।
সারা সময় মরদেহ ছিল ফ্রিজিং অ্যাম্বুলেন্সে। থানার ওসি জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং সালিশে মীমাংসার পর দাফন হয়।
