প্রবাসীর রেমিট্যান্স আত্মসাৎ: খুলনায় ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

 

আফসানা শাহিন মুন্নী 

খুলনায় রেমিট্যান্সের অর্থ আত্মসাতের অভিযোগে আফসানা শাহিন মুন্নী (৩৬) নামের এক সাবেক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১ মে, বৃহস্পতিবার রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে আটক করে খুলনা সদর থানা পুলিশ।

আফসানা শাহিন মুন্নী সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের খুলনা শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি খুলনা মহানগরীর ইস্পাহানি আবাসিক এলাকার বাসিন্দা।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার মো. সানোয়ার হোসাইন মাসুম জানান, মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির স্ত্রী ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলায় আফসানাসহ ৮-৯ জনকে আসামি করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী ২০২৩ সালের ১৩ নভেম্বর অনলাইনের মাধ্যমে খুলনার একটি ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন এবং সময়ক্রমে তাতে মোট ১০ লাখ ২ হাজার টাকা পাঠান। ২০২৪ সালের ১৮ মার্চ দেশে ফিরে তিনি জানতে পারেন, অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৩ লাখ ২ হাজার টাকা। বাকি ৭ লাখ টাকা ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি আরটিজিএসের মাধ্যমে অন্য একটি ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়।

আইন অনুযায়ী, আরটিজিএস লেনদেনের জন্য হিসাবধারীর উপস্থিতি প্রয়োজন হলেও ওই সময় ভুক্তভোগী ছিলেন মালয়েশিয়ায়। অভিযোগ রয়েছে, এ সুযোগে ভুয়া পরিচয় ও জাল কাগজপত্র ব্যবহার করে অর্থ স্থানান্তর করা হয়।

এ বিষয়ে ব্যাংকের নতুন শাখা ব্যবস্থাপক হাফিজ আহমেদ জানান, তিনি সদ্য দায়িত্ব নিয়েছেন এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে৷ 

Next Post Previous Post