গাজীপুরে এনসিপি নেতার গাড়িতে হামলা, হাসনাত আব্দুল্লাহ আহত
![]() |
| হাসনাত আব্দুল্লাহ |
দক্ষিণাঞ্চলের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বিষয়টি নিশ্চিত করেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “গাজীপুর থেকে ফেরার পথে সন্ধ্যা সাতটার দিকে মোটরসাইকেলে করে আসা প্রায় ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তার গাড়িতে আক্রমণ চালায়। তারা গাড়ির পেছনে ধাওয়া করে জানালার কাচ ভেঙে দেয়, এতে হাসনাত ভাইয়ের শরীরে আঘাত লাগে।”
তিনি আরও বলেন, “আমাদের আন্দোলনের নেতৃত্বে থাকা ব্যক্তিদের টার্গেট করে এ ধরনের হামলা গভীর উদ্বেগজনক। সরকারি দল আওয়ামী লীগের মদদপুষ্ট সন্ত্রাসীরা বারবার এসব ঘটনা ঘটাচ্ছে, কারণ তাদের কোনো জবাবদিহিতা নেই।”
ঘটনার পরপরই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে বলেন, “হাসনাতের গাড়ির ওপর গাজীপুর এলাকায় ১০-১২ জন হামলা করেছে। গাড়ির কাচ ভেঙে গেছে, তার হাতে রক্তপাত হয়েছে। যারা কাছাকাছি আছেন, দয়া করে হাসনাতকে সহায়তা করুন। লোকেশন কমেন্টে দিচ্ছি।”
পরে আরও একটি পোস্টে তিনি একটি ছবি প্রকাশ করেন, যেখানে হাসনাত আব্দুল্লাহর রক্তাক্ত হাত এবং ক্ষতিগ্রস্ত গাড়িটি দেখা যায়।
