সালমান খানের প্রাণনাশের হুমকি, নিরাপত্তা সর্বোচ্চ সতর্কতায়
সালমান খান
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সালমান খান সাম্প্রতিক সময়ে একাধিক প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। এসব হুমকির পরিপ্রেক্ষিতে তার নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে।
বিশ্বস্ত সূত্র জানায়, অপরাধ জগতের একটি কুখ্যাত গ্যাং তাকে হত্যার পরিকল্পনা করে। তারা হোয়াটসঅ্যাপ ও সরাসরি হুমকির মাধ্যমে সালমানের কাছে অর্থ দাবি করে। এমনকি তার শুটিং সেটেও একজন সন্দেহভাজন প্রবেশের চেষ্টা করেন, যিনি নিজেকে ওই গ্যাংয়ের সদস্য হিসেবে দাবি করেন।
মুম্বাই পুলিশ ঘটনার গুরুত্ব বিবেচনায় দ্রুত ব্যবস্থা নেয়। তারা কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং সালমানের চলাচল ও বাসস্থানে কড়া নজরদারি চালাচ্ছে। পাশাপাশি, তার ব্যবহৃত গাড়িকে বুলেটপ্রুফ করে তোলা হয়েছে এবং ২৪ ঘণ্টা সশস্ত্র নিরাপত্তা রক্ষী নিয়োজিত রাখা হয়েছে।
সালমান খান এ বিষয়ে মুখ না খুললেও, ঘনিষ্ঠ সূত্র জানায় তিনি আত্মবিশ্বাসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন এবং কাজ চালিয়ে যাচ্ছেন।
জনপ্রিয়তার শীর্ষে থাকা এই অভিনেতার নিরাপত্তা ঘিরে এমন আশঙ্কাজনক পরিস্থিতি ভক্তদের মধ্যেও উদ্বেগের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছে, যেকোনো মূল্যে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে।
