ঢাকায় ‘মার্চ ফর গাজা’: আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রতিবাদের প্রতিধ্বনি



গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়েও দৃষ্টি কেড়েছে। বিশ্বের বেশ কিছু নামকরা সংবাদমাধ্যমে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়েছে।


দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের ওপর চলমান দমন-পীড়নের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ-সমাবেশ চলছে। বাংলাদেশও এই প্রতিবাদের অংশ হিসেবে শনিবার রাজধানী ঢাকায় বিশাল সমাবেশের আয়োজন করে। বর্ণ-ধর্ম নির্বিশেষে হাজারো মানুষ এতে অংশ নেন।


আন্তর্জাতিক প্রচারমাধ্যমে গুরুত্ব


Associated Press (AP) তাদের প্রতিবেদনে জানায়, ঢাকার শাহবাগে অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় এক লাখ মানুষ জড়ো হয়ে ইসরাইলি হামলার প্রতিবাদ জানায়। তারা ফিলিস্তিনের পতাকা হাতে ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ স্লোগান দেন এবং প্রতীকী কফিন ও শহীদ শিশুদের ছবি বহন করেন।



Arab News দাবি করে, সমাবেশে অংশ নিয়েছে প্রায় ১০ লাখ মানুষ—যা বাংলাদেশে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ হিসেবে চিহ্নিত।


The Independent (UK) এবং The Washington Post সহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এই কর্মসূচির বিস্তারিত উঠে এসেছে। তারা জানায়, রাজনৈতিক দল বিএনপি ও বিভিন্ন ইসলামপন্থি সংগঠন এই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে।


অন্যান্য মাধ্যমে প্রতিধ্বনি


এছাড়া CTV News (Canada) এবং Times of Israel-এও ঢাকার এই বিশাল বিক্ষোভের খবর প্রকাশিত হয়েছে, যেখানে লাখো মানুষের ইসরাইলবিরোধী অবস্থান তুলে ধরা হয়।

Next Post Previous Post