চারুকলায় নতুন করে নির্মিত হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’



নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে অনুষ্ঠিতব্য মঙ্গল শোভাযাত্রায় প্রাথমিকভাবে একটি ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ রাখা হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে দুষ্কৃতকারীদের আগুনে সেটি ধ্বংস হয়ে যায়। এখন আবারও সেই প্রতিকৃতি তৈরি করছে চারুকলার শিল্পীরা, জানিয়েছেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।


শনিবার তিনি চারুকলা অনুষদ পরিদর্শনে এসে বলেন, “আমরা একটি সাহসী উদ্যোগ নিয়েছিলাম, তাতে বাধা এসেছে। এমন উদ্যোগে বাধা আসবেই, ষড়যন্ত্র থাকবেই। কিন্তু পরিশ্রম, সাহস এবং বিশ্বাসের মাধ্যমে এসব অতিক্রম করবো। দেশ ও সংস্কৃতির প্রতি দায়িত্ববোধ থেকেই সবাইকে পাশে চাচ্ছি।”


প্রতীক তৈরির সরঞ্জাম ইতোমধ্যে চারুকলা প্রাঙ্গণে পৌঁছেছে এবং শিল্পীরা তা তৈরি করতে শুরু করেছেন। যদিও আগের মোটিফটি এক মাস সময় নিয়ে তৈরি হয়েছিল, নতুনটি একদিনে করা কতটা সম্ভব—সে প্রশ্নে ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমদ জানান, “এক মাসের কাজ একদিনে সম্ভব না ঠিকই, তবে শিল্পীরা কীভাবে কী করেন, সেটাই এখন দেখার বিষয়।”


এদিকে, চারুকলায় শোভাযাত্রার প্রস্তুতি পরিদর্শনে গিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “যারা এই আয়োজনের সঙ্গে যুক্ত, তাদের সবাইকে আমি স্যালুট জানাই। যারা আগুন দিয়ে শিল্পীদের স্পিরিট দমাতে চেয়েছিল, তারা ভুল করেছে। বরং আমি দেখে এলাম, শিল্পীদের মনোবল এখন দ্বিগুণ। দেশবাসীকে আহ্বান জানাচ্ছি এই শোভাযাত্রায় অংশ নিতে।”



Next Post Previous Post