কস্টিউমের নিচে আরও দুটি পোশাক ছিল: সামিরা মাহি

 

সামিরা মাহি

সম্প্রতি এক মোটরসাইকেল ব্র্যান্ডের আয়োজিত একটি অনুষ্ঠানে খোলামেলা পোশাকে নাচ পরিবেশন করে সমালোচিত হন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি।


এই পারফরম্যান্সের কয়েকটি অংশের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুতগতিতে ভাইরাল হয়ে যায়।
তার পরিহিত আঁটসাঁট পোশাকের কারণে অনেক দর্শকই সেটিকে অস্বস্তিকর বলে মন্তব্য করেন।


ফলে ব্যাপক বিতর্কের সম্মুখীন হতে হয় এই অভিনেত্রীকে।
বিষয়টি নিয়ে মাহি অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করেন।
তিনি ভিডিও ছড়ানোর জন্য দায় দেন ওই ব্যক্তির ওপর, যিনি এটি প্রথম প্রকাশ করেন।

মাহির অভিযোগ, তাকে অপমান করতেই পরিকল্পিতভাবে ভিডিওটি ছড়ানো হয়েছে।এ প্রসঙ্গে সামিরা খান মাহি বলেন, “আমি ইভেন্টে প্রায় এক ঘণ্টা পারফর্ম করি।এই সময় অনেক ধরনের নৃত্যভঙ্গিমা ছিল, কিন্তু সেখান থেকে কিছু অংশ কেটে জুম করে আপলোড করা হয়েছে।যার ফলে সেটি দেখতে বিশ্রী লেগেছে। এ ধরনের কাজ একদম অনুচিত।”


তিনি আরও বলেন, “অনেকেই ভাবছে আমি বুঝি পোশাকের নিচে কিছু পরিনি।আসলে নাচের কস্টিউমের নিচে আমি আরও দুইটি জামা পরে ছিলাম।কস্টিউমটি খুব টাইট হওয়ায় হয়তো এমন মনে হয়েছে।”


কিছুটা কষ্ট প্রকাশ করে তিনি বলেন, “আমাদের তো নিজস্ব কোনো কস্টিউম ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট নেই।
যার ফলে ইচ্ছা থাকলেও সবকিছু ঠিকঠাক করা যায় না।
এই কস্টিউমটিও ইভেন্টের মাত্র একদিন আগে হাতে পাই, তাই পরিবর্তনের সময়ও ছিল না।”


Next Post Previous Post