হঠাৎ মিজানুর রহমান আজহারী বললেন দারুণ সিদ্ধান্ত! 👇

 

মিজানুর রহমান আজাহারি বললেন দারুন সিদ্ধান্ত


বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের নির্দেশ

বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্তটি পুনরায় যুক্ত করার নির্দেশ দিয়েছে সরকার। গত ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপসচিব নীলা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়, যা আজ রোববার (১৩ এপ্রিল) প্রকাশ পায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বের ন্যায় পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাসপোর্ট অধিদফতরকে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত— ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত’। তবে ২০২০ সালে ই-পাসপোর্ট চালুর সময় আওয়ামী লীগ সরকারের আমলে এই শর্তটি বাদ দেওয়া হয় এবং এ বিষয়ে কোনো ঘোষণা দেয়া হয়নি।



সম্প্রতি উপরিউক্ত নিউজ শেয়ার করেন মিজানুর রহমান আজহারী। সিদ্ধান্তটি দারুন হয়েছে বলে মন্তব্য করেন। 

Next Post Previous Post