প্রেমে প্রতারণার জবাব ৩০০ পার্সেল দিয়ে! নদিয়ার যুবকের অদ্ভুত প্রতিশোধ

 

৩০০ পার্সেলের প্রেমবিষ! প্রতারণার অদ্ভুত জবাব নদিয়ার যুবকের

পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এক যুবক প্রেমে প্রত্যাখ্যাত হয়ে যা করলেন, তা শুনলে চমকে উঠতে হয়! প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর সুমন শিকদার নামে ওই যুবক চার মাসে প্রাক্তনের ঠিকানায় পাঠান ৩০৮টি ক্যাশ-অন-ডেলিভারি পার্সেল।

প্রেমিকার নামে অজস্র ভুয়া অনলাইন অর্ডার করে তিনি ওই পার্সেল পাঠান, যার মধ্যে ছিল ইলেকট্রনিক গ্যাজেট, পোশাকসহ নানান দামী সামগ্রী। প্রতিটি ডেলিভারির সময় নগদ টাকা পরিশোধ করতে বাধ্য হওয়ায় প্রেমিকা পড়েন চরম অসুবিধায়।

কলকাতার লেক টাউনে বসবাসকারী ভুক্তভোগী ওই তরুণী, যিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত, অবশেষে পুলিশে অভিযোগ দায়ের করেন। তদন্তে উঠে আসে সুমনের চক্রান্ত। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং মামলা রুজু করে।

এই অদ্ভুত ঘটনাটি সমাজকে একটাই বার্তা দেয়—প্রেমে আঘাত লাগলেও প্রতিশোধ নয়, প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধা ও সুস্থ মানসিকতা।


||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

                               True Times 24

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||


প্রেমে প্রতিশোধ, COD পার্সেল, প্রেমিক-প্রেমিকা, হয়রানি, পশ্চিমবঙ্গ, নদিয়া, লেক টাউন, ব্যাঙ্ক কর্মী, পুলিশ অভিযোগ, অনাকাঙ্ক্ষিত উপহার

Next Post Previous Post