আ. লীগের ওপর নিষেধাজ্ঞা দাবি, রাজপথে নামছে এনসিপি ২ মে
আওয়ামী লীগের বিচার, দলীয় নিবন্ধন বাতিল ও রাKeywoক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামী ২ মে রাজধানী ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত এনসিপির চতুর্থ সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম।
সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বিস্তারিত জানিয়ে যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত একটি লিখিত বিবৃতি প্রকাশ করেন।
সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে ‘পলিটিক্যাল কাউন্সিল’ নামক একটি নীতিনির্ধারক পরিষদ গঠনের কথা জানানো হয়। এই পরিষদ দলীয় সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে।
এই পলিটিক্যাল কাউন্সিলের সিদ্ধান্ত কার্যকর করতে ‘নির্বাহী কাউন্সিল’ গঠন করার সিদ্ধান্তও সভায় নেয়া হয়েছে।
নির্বাহী কমিটি প্রতি তিন মাস পর বর্তমান অবস্থা পর্যালোচনা করে নতুন সদস্য সংযুক্তি, নবায়ন বা পরিবর্তনের প্রস্তাব আনবে।
একইসাথে, দলীয় গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে পাঁচ বা তার অধিক সদস্য নিয়ে একটি ‘গঠনতন্ত্র প্রণয়ন টিম’ গঠন করা হয়েছে।
এই টিমকে আগামী এক সপ্তাহের মধ্যে প্রাথমিক গঠনতন্ত্র খসড়া তৈরি করে দলে জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
