করোনাভাইরাসে নতুন করে ১১ জন শনাক্ত, মৃত্যুহীন একদিন

 


গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রবিবার (৬ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ে ৩৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ২৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৮৮ জনে। একই সময়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ২৯ হাজার ৫২৩ জনে। চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ জন এবং নতুন শনাক্ত হয়েছেন ৬৪৩ জন।


Next Post Previous Post