গাজায় জিএইচএফ ত্রাণকেন্দ্রে হামলা: নিহত শতাধিক, আহত হাজারো ফিলিস্তিনি Ask ChatGPT
গাজায় ইসরায়েল-সমর্থিত যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণকেন্দ্রগুলো ঘিরে সহিংসতা ও বেসামরিক হতাহতের অভিযোগ ক্রমেই বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহে এসব কেন্দ্রের আশপাশে ত্রাণ নিতে গিয়ে অন্তত ৭৪৩ ফিলিস্তিনি নিহত এবং প্রায় পাঁচ হাজার মানুষ আহত হয়েছেন। মে মাসের শেষ দিকে জিএইচএফ তাদের কার্যক্রম শুরু করলেও প্রতিষ্ঠানটির ওপর ব্যাপক সমালোচনা উঠেছে। অ্যাসোসিয়েটেড প্রেসসহ একাধিক প্রতিবেদনে বলা হয়, মার্কিন ভাড়াটে কর্মীরা অস্ত্র নিয়ে ত্রাণ নিতে আসা মানুষদের ওপর গুলি ও স্ট্যান গ্রেনেড ছুড়েছে, এমনকি ইসরায়েলি বাহিনীর গুলিতেও বহু মানুষ প্রাণ হারিয়েছে। জিএইচএফ এসব অভিযোগ অস্বীকার করলেও বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরছে। গাজায় চরম খাদ্য সংকটের মধ্যে বহু ফিলিস্তিনি যখন পরিবার-পরিজনের জন্য খাবারের আশায় কেন্দ্রে ভিড় করছেন, তখনই তাদের ওপর চলছে নির্বিচার হামলা। এ প্রসঙ্গে আহত ফিলিস্তিনি মজিদ আবু লাবান বলেন, 'আমার সন্তানরা টানা তিন দিন না খেয়ে ছিল, তাই বাধ্য হয়ে ত্রাণ নিতে গিয়েছিলাম।' এ অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য কাতারে প্রতিনিধিদল পাঠাচ্ছেন, যদিও হামলা থামছে না। রোববার ভোরেও গাজাজুড়ে ইসরায়েলি হামলায় আরও ২৭ জন নিহত হন। গাজার বিভিন্ন এলাকায় ড্রোন হামলা, বাড়ি লক্ষ্য করে গোলাবর্ষণসহ চলমান অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।