“ওয়াসিমের আত্মত্যাগের মূল্য দেওয়া হয়নি—অত্যন্ত ব্যথিত হৃদয়ে বলছি, ইতিহাস ভুল পথে হাঁটছে” – শরিফুল ইসলাম রাকিব
শরিফুল ইসলাম রাকিব
স্বাধীনতা দিবসের বিশেষ আয়োজনে অনুষ্ঠিত সরকারি ড্রোন শো-তে ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের নাম না থাকায় ক্ষোভে ফুঁসছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির দাবি, এটি সরকারের পূর্বপরিকল্পিত ইতিহাস বিকৃতির অংশ।
রাষ্ট্রীয় কোনো আয়োজনে ওয়াসিমের নাম না থাকায় ছাত্রদল কেন্দ্রীয় নেতা নাছির বলেন, "সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে ওয়াসিমের আত্মত্যাগকে অস্বীকার করছে। ইতিহাস থেকে তাকে মুছে ফেলার এই প্রয়াস গণতন্ত্রের জন্য বিপজ্জনক বার্তা বহন করে।"
ফ্যাসিবাদবিরোধী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাকিব বলেন, "ওয়াসিম ছিলেন এক সাহসী রাজপথের যোদ্ধা। তার আত্মত্যাগকে উপেক্ষা মানেই স্বাধীনতার চেতনাকে অপমান করা। এই অবমূল্যায়ন আমরা মেনে নেব না।"
ছাত্রদল মনে করে, শহীদ ওয়াসিম আকরাম বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক হয়ে উঠেছেন। তার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন না করা হলো ইতিহাস বিকৃতির অন্যতম প্রমাণ।
নেতারা জানিয়েছেন, শহীদ ওয়াসিমের স্মরণে ছাত্রদল শিগগিরই দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করবে।
