১৯৭১-এর দায় স্বীকারে আগ্রহী পাকিস্তান, সম্পর্ক পুনর্গঠনে সচিব পর্যায়ের বৈঠক

 


স্বাধীনতার আগে বাংলাদেশের অর্থ ও সম্পদের ক্ষতিপূরণ এবং ১৯৭১ সালের গণহত্যার ঘটনায় দুঃখপ্রকাশের বিষয়টি আলোচনায় আনতে রাজি হয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে ঢাকা-ইসলামাবাদ সচিব পর্যায়ের বৈঠক শেষে একথা জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দীন।

জসিম উদ্দীন বলেন, পাকিস্তানের কাছে ৪.২ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে বাংলাদেশ। এ নিয়ে ইতিবাচক আলোচনার আগ্রহ দেখিয়েছে ইসলামাবাদ।

তিনি জানান, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনও ৩ লাখ ২৫ হাজারের মতো পাকিস্তানি আটকে রয়েছে। তাদের দেশে ফেরত পাঠানো নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে অর্থনীতি ও বাণিজ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে বলে জানান তিনি।

পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ শিগগিরই চালুর পরিকল্পনার কথাও জানান পররাষ্ট্র সচিব।

তিনি বলেন, “জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চাই। তবে কোনো পক্ষপাতিত্ব বা অতিরিক্ত নির্ভরতা নয়।”

পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বৈঠক শেষে বলেন, “এই আলোচনা অত্যন্ত গঠনমূলক হয়েছে। ঢাকায় আসতে পেরে আমি সন্তুষ্ট।”

বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব জসিম উদ্দীন ও পাকিস্তানের পক্ষে আমনা বালুচ অংশ নেন।



Next Post Previous Post